কম্পিউটার সম্পর্কে চাকরির সবার্ধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


কম্পিউটার সম্পর্কে চাকরির সবার্ধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলোঃ


  1. কম্পিউটারের স্মৃতি কত প্রকার? –কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার
  2. ICT_থেকে_গুরুত্বপূর্ণ_তথ্য
  3. LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display.
  4. PC অর্থ কী? – Personal Computer.
  5. CPU কী? -Central Processing Unit
  6. 1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte.
  7. কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন
  8. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? –Rom
  9. কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
  10. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? – সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
  11. ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল
  12. কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর
  13. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার
  14. বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল গেটস
  15. কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input- Output System
  16. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড
  17. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে- -হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
  18. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- – চীন
  19. IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -Intel 4004
  20. কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯ সালে
  21. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার
  22. চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা
  23. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকেু হয়? -১৯৯৬ সালের ৪ জুন
  24. কম্পিউটারের এই ‘#’চিহ্ন কে কি বলে? –হ্যাস চিহ্ন
  25. ওয়েব অর্থ কি?- – জাল
  26. মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার
  27. অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? – ইন্টারনেট
  28. কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা
  29. মাউস ক্লিক বলতে কি বুঝায়? – মাউসের বাম বোতামে চাপা
  30. কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? – Compute
  31. কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের
  32. কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় – পেনড্রাইভ
  33. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয়
  34. তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ
  35. অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়লগ বক্সে
  36. মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার- – প্রান
  37. কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন? -১৯৭১ সালে
  38. কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট
  39. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা অগাষ্টা
  40. পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? – মাল্টিমিডিয়া
  41. কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে? -ন্যানো সেকেন্ড
  42. কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? – গণিতবিদ
  43. নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? – কীবোর্ডের ডান দিকে।
  44. সফ্টওয়্যারের অত্মর্ভূক্ত নয় কোনটি? – মনিটর
  45. ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়াত্ম নির্দেশ হল- -Copy
  46. একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রম? – ডেটাবেজ
  47. পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- – প্রেজেন্টেশন
  48. কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল
  49. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার
  50. কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী? -ইন্টেল
  51. BOL কি?- Bangladesh Online Limited.
  52. অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মস্তিস্কের বুদ্ধি
  53. Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে
  54. কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে
  55. নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা
  56. জন্ম তারিখ হলো একটি- ফিল্ড
  57. কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম
  58. Binary digit থেকে উৎপত্তি হয়- -Bit
  59. প্রোগ্রামের মূল লক্ষ্য কী? -সমস্যার সন্তোষজনক সমাধান
  60. লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম
  61. যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে? -এন্টিভাইরাস
  62. মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিক বোর্ড
  63. দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?-মডেম
  64. কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট
  65. এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?-স্প্রেডশিট কম্পিউটার
  66. IC এর পূর্ণরূপ—Integreted Circuit
  67. IC এর জনক—জ্যাক কেলবি
  68. জ্যাক কেলবি IC আবিষ্কার করেন—১৯৫৮
  69. IC ভিত্তিক প্রথম ডিজিটাল কম্পি.—-_IBM360
  70. সিলিকন ভ্যালি বলা হয়—যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর দক্ষিণাংশকে
  71. টার্চ স্কীন মোবাইলের জনক—স্টিভ জবস
  72. ইন্টারনেট শব্দটির ব্যাপক প্রচলন—১৯৯৪
  73. বাংলাদেশে ইন্টারনেট আসে—১৯৯৬ সাল
  74. গুগলের জনক—ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
  75. গুগল প্রতিষ্ঠিত হয়—১৯৯৮ সালে
  76. গুগলের মূলমন্ত্র—Don’t be evil’
  77. গুগলের প্রকৃত নাম—Back Rub
  78. ফেসবুক প্রতিষ্ঠিত হয়—২০০৪ সালে
  79. ফেসবুকের প্রতিষ্ঠাতা —মার্ক জুকারবার্গ
  80. ফেসবুকের পূর্বনাম ছিল—Facemash
  81. সবার জন্য ফেসবুক উন্মুক্ত করা হয়—২০০৬
  82. টুইটারকে বলা হয়— _ইন্টারনেটের SMS
  83. টুইটারপ্রতিষ্ঠিতহয়—২০০৬ সালে
  84. টুইটারে শব্দসংখ্যা—-১৪০
  85. ইন্সটাগ্রাম যাত্রা শুরু করে—-২০১০ সালে
  86. লিংকডইন(LinkedIn)প্রতিষ্ঠিত হয় —–২০০২
  87. LinkedIn এর প্রতিষ্ঠাতা——-_রেইড হফম্যান
  88. লিংকডইন এর লিখিত ভাষা—-জাভা
  89. হোয়াটস অ্যাপ যাত্রা শুরু করে—-২০০৯
  90. স্কাইপি একটি—-VoIP সেবা
  91. স্কাইপি বাজারে আসে—-২০০৩ সালে
  92. কম্পিউটার আবিষ্কার করেন—হাওয়ার্ড অ্যাইকেন
  93. আধুনিক কম্পিউটারের জনক____জন নিউম্যান
  94. Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
  95. Email আবিষ্কৃত হয় 1971 সালে।
  96. Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
  97. Google আবিষ্কৃত হয় 1998 সালে।
  98. Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
  99. Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
  100. Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
  101. বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
  102. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়—১৯৯৩ সালে।
  103. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় —-১৯৯৬ সালে।
  104. বাংলাদেশে 3g চালু হয়— 14 OCTOBER,2012।
  105. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার “IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে।
  106. ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
  107. বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচনকরেছেন —–মহিষের।
  108. ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন -ড মাকসুদুল আলম।
  109. ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম—অসবর্ন-১।
  110. বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের —আটলান্টায়।
  111. বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় –২৮ ফ্রেব্রু ২০১৩।
  112. বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস)কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ –দোয়েল।
  113. জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে–২১ ফ্রেব্রু:২০১৩।
  114. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় –১৩এপ্রিল,২০১৩।
  115. বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় —-June,2009, Banglalion।
  116. বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় —১৯৯৯ সালে,বনানীতে
  117. বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় —৪ জানুয়ারী, ১৯৯০।
  118. বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় —-১৯৯২ সালে।
  119. প্রথম ডিজিটার জেলা— যশোর।
  120. প্রথম ওয়াই ফাই নগর— সিলেট
  121. প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ—-মিঠাপুকুর ,রংপুর।
  122. প্রথম web browser_____WWW (এটি টিম বার্নাস লি ১৯৯০ সালে তৈরি করেন)
  123. Nescape Navigator উন্মুক্ত করা হয়—– ১৯৯৪
  124. Internet Exploer উন্মুক্ত করা হয়— ১৯৯৫
  125. Safari উন্মুক্ত করা হয়— ২০০৩ সালে
  126. LAN এর স্ট্যান্ডার্ড ভিত্তি—-IEEE 802
  127. Wifi এর স্ট্যান্ডার্ড ভিত্তি—-IEEE 802.11
  128. ব্লুটুথের স্ট্যান্ডার্ড ভিত্তি–_IEEE 802.15
  129. Wi-Max এর স্ট্যান্ডার্ড ভিত্তি—_IEEE 802.16
  130. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে— ক্লিপবোর্ড ও RAM
  131. স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিত হয়—–১৯৬৯ সালে(দ.কোরিয়া)
  132. ওরাকল হচ্ছে—–মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান
  133. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা ——লরেন্স জে এলিসন
  134. ওরাকল প্রতিষ্ঠিত হয়—-১৯৭৭ সালে
  135. ওরাকলের সদরদপ্তর—ক্যালিফোর্নিয়া
  136. ®মাইক্রোসফটের জনক——বিলগেটস
  137. মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়—-১৯৭৫
  138. মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম—-Bing
  139. মাইক্রোসফটের সদরদপ্তর—ওয়াশিংটন DC
  140. কম্পিউটার জগতের নাম করা প্রতিষ্ঠাতা—-মাইক্রোসফট
  141. IBM এর সদরদপ্তর—-নিউইয়র্কে
  142. এপল এর প্রতিষ্ঠাতা——স্টিভ জবস
  143. এপল প্রতিষ্ঠিত হয়—-১৯৭৬ সালে
  144. এপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য—–আইফোন
  145. কম্পিউটারের মাধ্যমে পারষ্পরিক যোগাযোগকে কী বলে ?– নেটওয়ার্ক।
  146. কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? —-নির্ভুলতা
  147. প্রথম মাইক্রো কম্পিউটার এর নাম কি?—-এ্যাপল।
  148. বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কি? —- ENIC.
  149. এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কোন কম্পিউটার? উত্তরঃ হাইব্রিড কম্পিউটার।
  150. চতুর্থ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ? উত্তরঃ মাইক্রোপ্রসেসর
  151. পঞ্চম ও ভবিষ্যৎ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?উত্তরঃ অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা।
  152. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলে?—– মাদার বোর্ড ।
  153. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে ?—-১৯৭১ সালে (ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে)
  154. পেন ড্রাইভ- এর কাজ কী ? —–তথ্য ষ্টোর করে রাখা
  155. CD কোন ধরনরে ডিভাইস ? —–Optical Device
  156. IBM এর পূর্নরূপ কি?—-International Business Machine
  157. কত সালে আইবিএম পিসি বাজারে আসে ?—-১৯৮১ সালে
  158. বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে?—-১৯৬৪ সালে
  159. বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কোথায়?—পরমানু শক্তি কেন্দ্র।
  160. .Email এর CC এর পূর্নরূপ কি ? —–Carbon Copy
  161. একটি Anti-Virus সফটওয়্যার এর নাম লিখ ? —–Avast
  162. বিজয় বায়ান্নো কে তৈরি করেছেন ?—মোস্তফা জব্বার
  163. কী-বোর্ডের Shift, Ctrl, Alt কী গুলোকে কি বলে ? —–কমান্ড কী।
  164. নিউমেরিক কী- কী বোর্ডের কোন দিকে থাকে ?—ডানদিকে
  165. কী-বোর্ডের কোন ফাংশন কী-কে Save as Button বলা হয় —- F12
  166. Whatsapp এর জনক কে ? =Brian Acton and Jan Koman
  167. Li-Fi ( light fidelity) এর জনক কে ? -by Harald Haas(২০১১ সালে)।Using light to transmit data allows Li-Fi to offer several advantages like working across higher bandwidth
  168. Wi-fi এর জনক কে ? =ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস
  169. Wi-Fi uses— radio frequency
  170. ন্যানো প্রযুক্তির জনক কে ? =রিচার্ড ফাইনম্যান
  171. Skype-এর জনক – Niklas Zennstrom and Janus Friis
  172. SHARE it এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে— Lenovo
  173. মোবাইল ফোনে যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ফুল ডুপ্লেক্স এর উদাহরণ।
  174. Cloud Computing সর্বপ্রথম ২০০৬ সালে চালু হয়।
  175. G-mail চালু হয় ১৯৯৮ সালে।
  176. Amazon প্রতিষ্ঠিত হয় —২০০৬ সালে
  177. IP (Internet Protocol) অ্যাড্রেস প্রদানকারী সংস্থার নাম IANA (Internet Assigned Numbers Authority).
  178. বিশ্বের ১ম ই-কমার্স সাইট— আমাজন ডট কম।
  179. ১ ন্যানোমিটার= ১০^-৯ মিটার
  180. Yahoo প্রতিষ্ঠাতা—– David filo & Jerry yang
  181. Amazon প্রতিষ্ঠাতা :— বেস জোসেফ
  182. Google প্রতিষ্ঠাতা —Sergey brin & Larry page
  183. Wikipedia প্রতিষ্ঠিতা—- Jimmy Wales & Larry Sanger
  184. Facebook –প্রতিষ্ঠাতা Mark Zucherberg, Chris Hughes
  185. YouTube প্রতিষ্ঠাতা—- Jawed karid, Steve chen & Chad Harley
  186. Twitter প্রতিষ্ঠাতা —-Evan Williams Biz Stone & Jack Dorsey,,,
  187. Multitasking কাকে বলে?—–একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.
  188. টাস্কবার কাকে বল?—– ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।
  189. রিসাইকেলবিন কি—— রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
  190. Defragmentation কি—যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.
  191. ফরমেট কাকে বলে?Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে। বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন → বিল মোগরিজ
  192. সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো → Mark – 1
  193. ‘হার্ডডিস্ক’ মাপার একক হলো → গিগাবাইট
  194. মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় → অ্যাপকে
  195. স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় → ১৯৭৪ সালে
  196. কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে → ৩ টি অংশ
  197. কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় → হার্ডওয়্যার
  198. IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে
  199. ভাইরাস নামকরণ করেন → গবেষক ফ্রেডরিক কোহেন
  200. Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?—- B2G
  201. COD এর পূর্ণরূপ—– Cash on Delivery
  202. Oracle Corporation – এর প্রতিষ্ঠাতা কে? উত্তর: Lawrence J. Ellison
  203. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?—– দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
  204. সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়—-WAN-এ
  205. WiMAX এর পূর্ণরূপ কি?: Worldwide Interoperability for Microwave Access
  206. কোনটি 3G Language নয়–—-Machine Language/Assembly Language
  207. LinkedIn কি ধরনের সার্ভিস? —–এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
  208. প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে?— ২০
  209. প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে?—৮০-৯০
  210. দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে?—-ই- পুর্জি
  211. বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়? —২০১১-১২
  212. কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে? —-Leap Frog এর মাধ্যমে
  213. রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়?—-কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না
  214. BSA পূর্ণরূপ—Business Software Alliance
  215. GPS এর পূর্ণরূপ–Global Positioning System
  216. অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় প্রথম — ফোনে।—-HTC
  217. প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে ––Bandwith
  218. Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত। উত্তর: ১
  219. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?—- ৫
  220. Man এর উৎকৃষ্ট উদাহরন –উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক
  221. ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় –উত্তর: ২০০৫ সালে
  222. দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা –উত্তর: বাড়াতে হয়
  223. সংরক্ষিত ডেটাবেজকে বলেউত্তর: Back end
  224. ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় – নেটিজেন
  225. Bar Code সাধারণত কোথায় ব্যবহার করা হয়? —— Supermarkets
  226. LAN card এর অপর নাম কি? —- NIC
  227. ইনস্টাগ্রাম চালু হয় কত সালের অক্টোবরে? —২০১০
  228. সর্বপ্রথম “রোবট” শব্দটি ব্যবহৃত হয় কত সালে?—-১৯২০
  229. একটি মোবাইল ইউনিটে কতটি অংক থাকে? — ৩
  230. মোবাইল ফোনে GSM প্রযুক্তি চালু হয় কত সালে?—১৯৯১
  231. মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম চালু হয়- —২০০০ সালে
  232. সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন- —এরিকসন আর ৩০৮
  233. Mozilla Firefox OS উদ্ভাবন হয় কত সালে?—-২০১২
  234. ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত?— 1-4Mbps
  235. একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন- ৪ টি
  236. হটস্পট প্রযুক্তি নয়- — Broadband
  237. ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাভ থাকতে পারে? — ৭
  238. কম্পিউটার নেটওয়ার্ক নয়– —–WAN
  239. ক্লাউড কম্পিউটিং প্রথম সেবা দেয়া শুরু করে- —-Amazon
  240. Tcp/IP প্রটোকলের উদ্ভাবন হয়- —১৯৮২ সালে
  241. Opera-mini’র জনক- স্টিফেন্সন
  242. Google e-book সেবা চালু হয়- —২০১০ সালে
  243. বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা- — সত্য নাদেলা
  244. ই-কমার্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? —৪
  245. ব্লগিং এর জনক- —ইভান উইলিয়াম
  246. উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে?— ২০০৬
  247. বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন? —১৯৯৭
  248. বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? —ডাচ বাংলা ব্যাংক
  249. বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য? —- ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
  250. GSM মোবাইল ফোনের জন্য থাকে– — SIM
  251. স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়?—–১৯৭৪ সালে
  252. বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?—-খুলনা
  253. বর্তমান গুগলের প্রধান—–এরিক স্মিথ
  254. অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়?—ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
  255. IPVC কত বিটের হবে? —১২৮
  256. ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত?—-2.4 GHz
  257. কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?—-সিটিসেল
  258. মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত— ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত
  259. GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি?——সম্মিলিত
  260. বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে?—- দক্ষিণ কোরিয়া
  261. সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়?—–সাগরের তলদেশে কোনটি খুবই দ্রুত গতির?—SPX
  262. IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে? — Host ID
  263. ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে– http
  264. কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? — Web browser
  265. E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?—– ১৯৭২ সালে
  266. Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
  267. মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
  268. কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
  269. কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
  270. Bluetooth এর রেঞ্জ—- 10 -100 Meter
  271. Wi-fi এর গতি- 54 Mbps
  272. ৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
  273. WiMax এর গতি- 75 Mbps
  274. FDMA = Frequency Division Multiple Access
  275. CDMA = Code Division Multiple Access
  276. GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
  277. GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি— 4 ধরনের
  278. Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
  279. মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
  280. কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
  281. কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
  282. Bluetooth এর রেঞ্জ—- 10 -100 Meter
  283. Wi-fi এর গতি- 54 Mbps
  284. ৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
  285. WiMax এর গতি- 75 Mbps
  286. FDMA = Frequency Division Multiple Access
  287. CDMA = Code Division Multiple Access
  288. GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
  289. GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি— 4 ধরনের
  290. GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
  291. BMP এর পূর্ণরূপ — Bitmap
  292. JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
  293. PNG এর পূর্ণরূপ — Portable Network
  294. Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
  295. HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol
  296. HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure
  297. URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
  298. IP এর পূর্ণরূপ— Internet Protocol
  299. UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System
  300. RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
  301. AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
  302. SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
  303. AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
  304. JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
  305. JAR এর পূর্ণরূপ — Java Archive
  306. MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
  307. 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
  308. 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
  309. MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
  310. SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
  311. 3G এর পূর্ণরূপ — 3rd Generation
  312. GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication
  313. CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access
  314. WMV এর পূর্ণরূপ — Windows Media Video
  315. WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
  316. WAV এর পূর্ণরূপ — Waveform Audio
  317. GOOGLE : Global Organization Of Oriented Group Language Of Earth
  318. YAHOO : Yet Another Hierarchical Officious Oracle
  319. WINDOW : Wide Interactive Network Development for Office work Solution
  320. COMPUTER : Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research
  321. VIRUS : Vital Information Resources Under Siege
  322. UMTS : Universal Mobile Telecommunications System
  323. AMOLED: Active-matrix organic light-emitting diode
  324. OLED : Organic light-emitting diode
  325. IMEI: International Mobile Equipment Identity
  326. ESN: Electronic Serial Number
  327. UPS: uninterrupted power supply
  328. HDMI: High-Definition Multimedia Interface
  329. VPN: virtual private network
  330. APN: Access Point Name
  331. SIM: Subscriber Identity Module
  332. LED: Light emitting diode
  333. DLNA: Digital Living Network Alliance
  334. RAM: Random access memory
  335. ROM: Read only memory
  336. VGA: Video Graphics Array
  337. QVGA: Quarter Video Graphics Array
  338. WVGA: Wide video graphics array
  339. WXGA: Wide screen Extended Graphics Array
  340. USB: Universal serial Bus
  341. WLAN: Wireless Local area Network



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করেননি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জানবে বিডি ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url